সিরাজগঞ্জের কাজিপুরে হাঁটতে বের হয়ে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হারুনর রশীদ (৫০) মারাত্মক আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হারুনর রশীদকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলেখা খাতুন ও হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হন। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন ছিটকে পড়ে যান করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর। ঘটনাস্থলেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
আব্দুর রাজ্জাক নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ভোরে হাঁটতে বের হয়েছিল হারুন ও তার স্ত্রী। পিছন থেকে একটি বালুবহনকারী ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনা স্থলে জুলেখার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যান। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে।
কাজিপুর থানার তদন্ত কর্মকতা লাল মিয়া বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোন অভিযোগ নেই। তাঁরা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।