ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রীজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মহাসড়কের লেমুয়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ঢালাই শ্রমিকদের বোঝাই করা পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
জানা গেছে, তারা সবাই ফেনী শহরের উত্তর সহদেবপুরে ভাড়া থাকেন। নিহতদের বাড়ি উত্তরবঙ্গে বলে জানা গেলেও এখন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।