ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের মো. মোজাম্মেল হক(৬০) পিতা- মতিউর রহমান মো.তফিল উদ্দিন( ৪০) পিতা-আব্বাস আলী ও মো.সোহাগ আলী, (৩৫) পিতা- আব্দুল করিম এদের বাড়ি আগুনে পুড়ে ছাই ও সর্বশান্ত হয়েছে। মোজাম্মেল ও তফিল উদ্দিন এর আগুনে পুড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনটি পরিবারের ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টার সময় মোজাম্মেল হকের ঘর থেকে শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে,পার্শ্ববর্তী তফিল উদ্দিন ও সোহাগের বাড়িতে। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানো চেষ্টা করলেও সব পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা মো. আবদুল হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান ।
ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরে যাওয়া বাড়ির প্রত্যেকে নগদ ৫০০০ হাজার টাকা, চাল, ডাল, তৈল, শুকনো খাবার ও কম্বল দিয়ে সহায়তা করলেন মো.আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল(ডিলার) ও স্থানীয় জনগণ ।