একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। এদিন বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। ১৯৫২ সালের এই দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই আত্মোৎসর্গ করেছিলেন। তাঁদের এই আত্মত্যাগ শুধু একটি দেশের ইতিহাসে সীমাবদ্ধ নয়; বরং গোটা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে। একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক।