পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় ও নিয়ন্ত্রণ রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা এঁর নেতৃত্বে চিওড়া ইউনিয়নের "চিওড়া বাজার" এবং "ধোরকরা বাজার" এ আজ ০৪/০৩/২০২৫ তারিখ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তিনি মুদির দোকান, কাঁচা শাক-সবজি ও তরকারির বাজার, ফলের বাজার, তরমুজের বাজারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পন্যের ভাউচার দেখে ক্রয়মূল্যের সাথে বিক্রয়মূল্যের যাচাইপূর্বক ভোক্তার ন্যায্যতা মূল্যায়ন করেন।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যের তালিকা লটকাইয়া প্রদর্শন করার বিষয়ে এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণে বাধ্যবাধকতার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করেন।
উল্লেখ্য, চিওড়া বাজারের একটি মুদির দোকানে ছোলাবুটের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের সাথে সামঞ্জস্য না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং গণমানুষের কল্যাণে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।