আজ কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরনের উপর হামলা চালায় উপজেলা বিএনপির একাংশ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহের পলাশী বলেছেন, দলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে যেভাবে হিরন মোল্লার উপর হামলা চালিয়েছে তা অন্যায় । এ ঘটনার বিচার করা না হলে বিএনপির ত্যাগী নেতারা রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলবে।