প্রতি বছরের ন্যায় এবারও চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াপাড়া “হাজী আবদুল মজিদ ফাউন্ডেশনের” উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার সকালে ঈদ উপহার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী, তরণ সমাজ সেবক ও হাজী আবদুল মজিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ রনি। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের পরিচালক, চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকবাল হোসেন কাজল।
উল্লেখ্য, হাজী আবদুল মজিদ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ অব্যাহত রেখেছে।